শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

একদিনে কলকাতা দর্শন

একদিনে কলকাতা দর্শন
**********************
শ‍্যামল মন্ডল
************
শোন ও ভাই শোন রে
                   কলকাতাতে চলো রে ,
যা দেখি নাই কোন কালে
                 দেখার সময় হলো রে ।
আজব শহর দেখলে সবার
                    চোখ জুড়াবে বাহারে ,
সস্তা নানান খাবার পাব
                    বসব যখন আহারে ।
ফুচকা কাবাব ইডলি ধোসা
                     মশলা মুড়ি খাব রে ,
বস্তি-কুঁড়ে অট্টালিকা
                   সব সেখানে পাব রে ।
ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ
                গড়ের মাঠের পাশে রে ,
তারামন্ডলে আকাশ তারা
               নিচে'ই নেমে আসে রে ।
পাতাল রেলে ঐ দখিনে
                  কালীঘাটও পাবো রে,
মায়ের পূজা সাঙ্গ করে 
             চিড়িয়াখানায় যাবো রে ।
পশু পাখির বনবিতানে
                গাইবো খুশির গান রে ,
সেখান থেকে চাপব বাসে
            সায়েন্স সিটি সটান রে ।
বিজ্ঞানের'ই আলোক মালায়        
               বিশ্ব জগৎ জানবো রে ,
বিকেল বেলা নিক্কো পার্কে
         নলবনেও দাঁড় টানবো রে ।
সন্ধে হলে তিন নম্বর ঐ
               চড়বো রুটের বাসে রে,
দক্ষিণেশ্বরে সন্ধি পূজায়
          থাকতে মায়ের পাশে রে ।
দেখতে হলে আরো কিছু
                   দুদিন থাকা চাই রে ,
একদিনের'ই ছুটির শেষে
              ফিরবো রাতে তাই রে ।
-শ‍্যামল মন্ডল

Previous
Next Post »