শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ঝিরি ঝিরি বারি

ঝিরি ঝিরি বারি
**************
শ‍্যামল মন্ডল
************
মেঘে ঢাকা ভোরবেলা
                          নেই রবি রায় ,
আসমানে ওড়ে মন
                            এই বরষায় ।
পাল তুলে দাঁড় বেয়ে
                           চলে মাঝি ঐ ,
নায়ে ঢেউ দোলা লেগে
                             নাঁচে থৈ থৈ ।
ঝিরি ঝিরি বারিধারা
                     ভেজে ঝরাপাতা ,
পাখি ছানা খেলা করে
                      মায়ে ধরে ছাতা ।
ফুটে আছে ঘাসফুল
                       লাল নীল সাদা ,
পথে ঘাটে ছোপ ছোপ
                       ভরা জলকাদা ।
সব মেঘ সরে যায়
                     হ'লে সাঁঝ বেলা ,
শত শত চাঁদ যেন
                     করে জলে খেলা ।
টিমটিমে বাতি নিয়ে
                  জোনাকিরা উড়ে ,
ব‍্যাঙ ডাকে ঝিঁঝিঁ ডাকে
                       ফুরফুরে সুরে ।
- শ‍্যামল মন্ডল

Previous
Next Post »