শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

সূর্য উঠে নাই

সূর্য উঠে নাই
************
শ‍্যামল মন্ডল
************
রাতের শেষে আজ প্রভাতে
                           সূর্য উঠে নাই ,
মেঘের দেশে লুকিয়ে আছে
                 কোথায় খুঁজে পাই !
দিঘির জলে পদ্ম শালুক
                    উঠছে তারা চাঁদ ,
আধার ঠেলে বজ্র হেনে
                  চলছে মেঘে নাদ ।
গাছের পাতা চুপটি করে
               দুলছে না তো ডাল ,
চাষির ঘরে চলছে তাড়া
                জুড়তে যাবে হাল ।
পাখপাখালি কিচির- মিচির
             করছে ডালে-ডালে ,
গোয়াল ঘরে হাম্বা রবে
           ডাকছে গরুর পালে ।
আকাশ পানে পাখনা মেলে
                 শ্বেত-বলাকা দল ,
মাঠের ধারে একলা বসে
                 চাতক যাচে জল ।

- শ‍্যামল মন্ডল

Previous
Next Post »