শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কলকাতা

কলকাতা
****************
শ‍্যামল মন্ডল
************
কলকাতা গরিবের ধনীদেরও তাই ,
দুই মেরু দুই দিকে দেখাদেখি নাই ,
বিভেদের ভ্রুকুটি , ধর্মের হানাহানি ,
মিথ‍্যার বেসাতি , গুজব ও কানাকানি ,
এসবের লুকোচুরি বারোমাসি চলে ,
রাজনীতি ধরে মাছ সেই ঘোলা জলে ।
কর্মের হাতছানি যেন মরীচিকা  ,  
ড্রাগের ছড়াছড়ি সেও বিভীষিকা ।
বাধাহীন ভাষা আর বুক ভরা আশে,
শত শত মহীয়ানে রেখে যাওয়া শ্বাসে ।
জেগে উঠে চলো যাই গঙ্গার তীরে ,
মিশে যাই হৃদে হৃদে কলকাতার ভীরে ।
উচ্ছল প্রাণময় চঞ্চল গতি ,
বিশ্বের দরবারে উজ্জ্বল দ‍্যুতি ,
বিজ্ঞানে সাহিত‍্যে নানা শিল্পকলা,
রাজনীতি অর্থনীতি সাম‍্য নাট‍্যকলা ।
কলকাতা যেমন ছিল স্বয়ং খ‍্যাতিমান ।
সবাই মিলে করবো আবার চর্ম চক্ষুদান ।।

Previous
Next Post »