শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কাটমানি

কাটমানি
*********
শ‍্যামল মন্ডল
**************
কেউ বা কাটে  কাটমানি আর 
                        কেউ বা মারে ঘুষ ,
কেউ বা পালায় ভিন দেশেতে
                      নেই যে কারো হুস ।
সারদা  নারদ কিংফিশারে
                         করল ডোবা চুরি,
নীরব মেহুল কার সাহসে
                        মারল দেশে ছুরি !
কামান , জাহাজ কিনতে নাকি        
                        বাটপারি'তে ভরা ,
কয়লা খাদান স্পেক্ট্রাম
                       নামটি খুব'ই চড়া ।
কেউ বা খেয়ে গরুর খাদ‍্য
                     পচছে গিয়ে জেলে,
চোরের-দলের চলবে চুরি
                আবার সুযোগ পেলে ।
বাদী বিবাদী কোর্ট-কাছারী
                     টিভির জবর খবর ,
আইন কানুন বাক‍্য বিবাদ
                      চলবে বছর বছর ।
আমজনতার পকেট খালি 
                    চলছে কায় ক্লেশে ।
বিদেশ থেকে কালো টাকা
                     ফিরবে কবে দেশে ।                

Previous
Next Post »