শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

জমানা

জমানা
******
শ‍্যামল মন্ডল
************
বিন্নি ধানের খইয়ের মোয়া
                     কোন্ দেশে যে পাই '
সীতাভোগের পায়েস খেতে
                      কোন্ হোটেলে যাই !
কোথায় গেলে পাবো সে ধান
                         পিঠের কালিরায় ,
সুগন্ধের'ই সুবাস নেব
                        কাদের আঙিনায় ।‌
হঠাৎ কবে বদলে গেছে
                       নলেন গুড়ের স্বাদ ,
কোন্ পাটালি আসল হবে
                     কোন্'টা নকল বাদ ।
ক'জন জানে পিঠে-পুলি
                কেমনে যে হয় পায়েস !
মা ঠাকুমার নেই জমানা
                  বদলে গেছে আয়েস ।
হারিয়ে সে তো সব'ই গেছে
                      কালের রীতি মেনে,
ভেজাল দিয়ে ভেজাল খেয়ে     
                    জীবন'টা যাই টেনে ।

Previous
Next Post »