শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কলকাতা

সবার'ই কলকাতা
****************
শ‍্যামল মন্ডল
************
কলকাতা কলকাতা চলো যাই কলকাতা ,
সব'ই আছে যেখানে তার'ই নাম কলকাতা ,
যাদুঘরে রাখা আছে বিশ্বের ইতিহাস ।
কলকাতা গরিবের ধনীদেরও তাই ,
বিজ্ঞানের আলোকে ঝলমলে পাই ,
নানা জাতি মিলেমিশে স্বপ্নের সহবাস ।
বিভেদের ভ্রুকুটি , ধর্মের হানাহানি ,
মিথ‍্যার বেসাতি , গুজব ও কানাকানি ,
এসবে কখনো থাকে না যে কলকাতা ।
কর্মের হাতছানি কাছে টানা বিশ্বাস ,  
স্নেহ ভরা মমতায় বাঙালীর আশ্বাস ,
ভাষা- ভাষি বাঁধাহীন তার'ই নাম কলকাতা ।
উচ্ছল প্রাণময় চঞ্চল গতিময় ,
বিশ্বের দরবারে উজ্জ্বল দ‍্যুতিময় ,
শত শত মহীয়ান করেছেন বলীয়ান । বিজ্ঞান ও সাহিত‍্য নানান শিল্পকলায়,
রাজনীতি ও অর্থনীতি সাম‍্য নাট‍্যচর্চায় ,
কলকাতা যে কলকাতাতে'ই স্বয়ং খ‍্যাতিমান ।

Previous
Next Post »