শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

মনের ব‍্যথা

মনের ব‍্যথা
🔥🔥🔥🔥
শ‍্যামল মন্ডল
💧💧💧💧
মনটা থাকে মনের খোঁজে কোথায় সে মন পায়,
খুঁজে ফেরে পথে-পথে চোখের ইশারায় ।
সেই সেদিনের একটু ছোঁয়া সেই তো মনের ময়না ,
দেয়না দেখা হয়না কথা মনে তো আর সয় না ।
হারিয়ে গেছে নাম না জানা লক্ষ মনের ভিড়ে ,
দেখতে পেলে বাঁধব তারে রাখব সুখের নীড়ে ।
আমজনতায় দুঃখে কাঁদে নেই যে তাদের সূখ ,
লিখব বসে কাব‍্য ছড়ায় ভরব তাদের বুক ।
বিবেক বোধে জ্বলায় শুধু বাড়ায় মনের জ্বালা ,
রাখব ঘরে মনের মালায় সাজিয়ে বরণ ডালা ,
পাতায় -পাতায় নির্ভাবনায় লিখব তাদের কথা ,
মন'টা যদি খুঁজে গো পাই জুড়ায় মনের ব‍্যথা ।

Previous
Next Post »