শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শারদ শারদ বাজে

শারদ শারদ বাজে
🎻🎻🎻🎻🎻🎻
শ‍্যামল মন্ডল
🎻🎻🎻🎻🎻🎻
ভীষন কালো গর্জে উঠা সেই যে জমাট মেঘ ,
ভয় কেটেছে বন‍্যা জলের নেই সে ঝড়ের বেগ ।
শরৎ ঋতুর আলতো ছোঁয়া লাগলো হৃদয় জুড়ে ,
নীল আকাশে মেঘ বলাকা যাচ্ছে কোথায় উড়ে ।
উদয় হয়ে পদ্ম-শালুক ভাসছে দিঘির জলে ,
ছোট্ট নদীর শ‍্যাওলা বাড়ে স্বচ্ছ জলের তলে ।
হালকা হাওয়ায় দুকুল জুড়ে শুভ্র কাশের মেলা ,
পাখপাখালীর কলকাকলি সঙ্গে নানা খেলা ।
ফুল বাগানে জুঁই কামিনি ফুটছে কতো কলি ,
রূপ বাহারে দুর হতে তাই আসছে ছুটে অলি ।
ঘাসের ডগায় শিশির বিন্দু ঝাড়বাতিতে সাজে ,
মধুর সুরে মাতাল মনে শারদ শারদ বাজে ।

-শ‍্যামল মন্ডল

Previous
Next Post »