শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শ‍্যামলে নাই ফুল

শ‍্যামলে নাই ফুল
***************
শ‍্যামল মন্ডল
************
মনন ছাড়া হয়না বুনন
                        রইলো ধারাপাত ,
শুকায় কালি দোয়াত কলম
                       হইলো খালি হাত।
পাখপাখালী কিচির মিচির
                        নাই যে সুরের তান ,
বন্ধ সকল বর্ষা বাদল
                       চলছে জলের টান ।
উড়ছে ফানুস দেখছে মানুষ
                         কেমন মজার দেশ ,
বাগান বাড়ি গাছগাছালি
                            পরগাছাও শেষ ।
রূপের ছটা দেয় না তো হায়
                          সেই প্রভাতী আর !
সে সব স্মৃতি ফিরিয়ে আনা
                          দায় পড়েছে কার !
ভ্রমর অলি খেলছে না তো
                          শ‍্যামলে নাই ফুল ,
প্রেম যমুনা শুকিয়ে গেছে
                           জমছে শুধু ধূল ।
কিশোর বেলা ভাব জমানো
                     নেই যে সেদিন-কাল,
কিশোর শিশু কিংবা যুবা
                         চলছে ডিজিটাল ।

শ‍্যামল মন্ডল

Previous
Next Post »