শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বর্ষায় রুজি

বর্ষায় রুজি
***********
শ‍্যামল মন্ডল
*************
আকাশ কালো মেঘ জড়ানো
                               বৃষ্টি হবে বুঝি,
সূর্য ঢাকা  বাতাস ভারি
                             বন্ধ হবে রুজি ।
শহর জুড়ে ছড়িয়ে থাকা
                             বর্জ‍্য জমা যত ,
ভরবে নালা ভাসবে গলি
                       বাড়বে পথে ক্ষত ।
কর্মহীন আর সদ‍্য বেকার
                  খুঁজবে কোথায় কাজ ,
দিন মজুরের খাদ‍্য ঘরে
                      উঠবে না তো আজ !
পথ ভিখারি পথের ধারে
                         বসবে হাঁটু মুড়ে ,
কুকুর গুলোও খিদের ফেরে
                     ডাকবে করুন সুরে ।
খবর কাগজ করবে ফেরি
                          বৃষ্টি জলে ভিজে ,
নিত‍্য দিনের যাত্রীগণে
                 পড়বে জ্বালায় কী যে !
বৃষ্টি তবু চাই সকলে
                    করতে শ‍্যামল দেশ ,
ধনধান‍্যে চাষির ঘরে
                     উঠুক ফসল বেশ ।
      -শ‍্যামল মন্ডল

Previous
Next Post »