শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বিবাহবার্ষিকী

বিবাহবার্ষিকী
👳👱👩👱
শ‍্যামল মন্ডল
*************
সেই যে এলে ঘরে
                      অগ্নিসাক্ষী করে ,
আপন ক"রে পর
                পরকে আপন ক'রে ।
সেদিন হ'তে দুজন
                  চলছি হেসে-খেলে ,
মনের মতো সুজন
          আর কী কোথাও মেলে !
করছি বছর পার
                   জীবন-সাথী হ'য়ে ,
যুগের পরে যুগ
                    যাচ্ছে চলে ব'য়ে ।
হোক-না যত ঝড়
                মচকে যাব না'তো ,
যত'ই আসুক ঘাত
              ভাঙতে দেব না'তো।
রাখব ধ'রে হাত
                      শক্ত মুঠো ক'রে ,
বাঁধব দুটি মন
                হৃদয় উজাড় ক'রে ।
হোক-না যত দুখ
                   জুড়ব দুজন হাল ,
হয়তো হবে জিত
                 কাটবে দুখের কাল ।
করতে হবে জয়
                       সর্ব জ্বালা ব‍্যথা ,
বাঁধব সুখে ঘর
                   রাখব পণের কথা ।
সেই যে ছিল পণ
             সাত'টি পাকের  ক্ষনে ,
যুগের পরে যুগ
             থাকবো তোমার সনে ।

--শ‍্যামল মন্ডল

Previous
Next Post »