শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

পদ্মদিঘি

পদ্ম দিঘি
********
শ‍্যামল মন্ডল
************
গাঁয়ের পাশে পদ্ম দিঘী
                       পদ্ম শালুক ফোটে ,
শোল মাগুর ও রুই কাতলা
                    এপাশ ওপাশ ছোটে ।
মোড়েলা চিংড়ি খলসে চাঁদা
                            নানান চুনোপুঁটি,
সুযোগ পেলে'ই খপাৎ করে
                          ধরছে চেপে টুটি ।
মাছরাঙাও উড়ছে দেখো
                           ডাকছে ট্রুথ-ট্রুথ ,
ছোঁ মেরে ঠিক ধরবে গলা
                       এক নিমেষে ফুরুৎ ।
পদ্ম পাতায় আত্মগোপন
                             করবে কতক্ষণ ,
চুনোপুঁটি করছে লড়াই
                            জীবন মরণপণ
জলের উপর পদ্ম শালুক
                              শান্ত স্বর্গ রূপ ,
তার'ই নিচে চলছে খনন
                          গভীর অন্ধকূপ ।
চুনোপুঁটি কার ভোগে যায়
                  কাতলা রুইয়ে লড়াই ,
কে আগে পায় কে আগে খায়
                  চলছে জাতের বড়াই।
দিঘির ধারে লেজ'টি নেড়ে
               জীব চেটে যায় শিয়াল ,
খাল কেটে সে আনলো কুমির     
               ছাড়লো রাঘব বোয়াল ।
   -শ‍্যামল

Previous
Next Post »