শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

অসভ‍্যতা

অসভ‍্যতা
*********
শ‍্যামল মন্ডল
************
মাছের অনেক জাত দেখেছি    
                       সাপেরও তো তাই ,
নানান জাতের জীব জগতে
                        মানুষ খুঁজে পাই ।
অসভ‍্য জাত পশুর মাঝে
                          ধর্ম বিভেদ হীন ,
সভ‍্য জাতের মানুষ তবু
                   জাত-বিজাতে দীন !!

চোর ছ‍্যাচোর ও পকেট কাটা  
                        ঘুষখোরে ও ঠগী ,
ভাজা মাছটি উল্টে খেতে
                    সাজেন মহা যোগী ।
গরিব মানুষ পায় না খেতে
                       বসত মাটির ঘরে ,
অন‍্য জীবের নাই ঠিকানা
                    বনে'ই জীবন গড়ে ।

পাখপাখালীর সুখের কূজন
                             মত্ত কলরবে ,
ধনী গরিব শুধুই মানুষ
                     তাই বা কেন হবে  !
আদিম যুগে এই মানুষের
                জাত'টি যে কী ছিলো !
সভ‍্য জাতে বিভেদ নীতি
                     কে উপহার দিলো !

শাস্ত্রে তো দেয় শস্ত্র বিধান
                         দস‍্যু নিধন তরে ,
মানব জাতি জীবের সেবায়
                       ধর্ম পালন করে ।
রক্ত লোভী দানব তবু
                    ভরছে কাঁধের তূণ ,
বুঝেও ক'রে না বোঝার ভান
                 করছে জাতির খুন ।

   -শ‍্যামল মন্ডল

Previous
Next Post »