শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

মেঘের রাণী

মেঘের রাণী
***********
শ‍্যামল মন্ডল
************
আকাশ ভ'রে মেঘের সারি   
                         তারুন‍্যের'ই ঢল ,
জল পাহাড়ে ডাক দিয়েছে     
                           বসুন্ধরায় চল ।
শুকনো ফসল মাঠে-মাঠে
                        করছে হাহাকার ,
পুকুর নদী ভাবছে কবে
                      ভরবে জলাধার ।
জল পিপাসায় চাতক পাখি
                 ডাকছে ফটিকজল ,
মেঘের রাণী করছে হুকুম
                   চল্ রে ধরায় চল ।
ঝিরি-ঝিরি খেলছে বাতাস
                  গাছের ডালে-ডালে ,
তিড়িং-তিড়িং উড়ছে পাখি
                  নাচছে তালে-তালে ।
কদম ফুলও হাওয়ায় দুলে
                         করছে আবাহন ,
গুরুম-গুরুম ডমরু নিয়ে
                         ঝর না বরিষন ।
মেঘের রাণীর প্রেম জোয়ারে  
                  ভাসলো মেঘের দল ,
বলছে সবাই রাণীর সাথে
                       চল্ রে ধরায় চল ।

-শ‍্যামল মন্ডল

Previous
Next Post »