শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

দুখের কবিতা

দুখের কবিতা
*************
‍্যামল মন্ডল
ছুটে চলেছি আমি পথে ঘাটে মাঠে,
দুখের কবিতা আমি লিখেছি ললাটে ,
আঘাতে হৃদয় ব‍্যথা বাড়ে দিনে-দিনে ,
সুখের কবিতা বিনা নেবে-না কেউ কিনে ,
পসরা সাজাই যতো মেলে না হিসাবে ,
জানি না মনের ব‍্যথা বুঝাবো কীভাবে ।
যে দিকে দু-চোখ যায় চলেছি সেদিকে ,
নজর ফুরিয়ে যায় সব'ই হয় ফিকে ।
দিবস রজনী আর রবি ও সুধাকর ,
একে একে সবাই হয়ে গেল পর।
এভাবেই একদিন হারিয়ে যাবো কোথায় ,
হয়তো সাগর তীরে নয়তো আকাশ তারায় ।
থাকবে পড়ে আমার দুখের কবিতা গুলো ,
ভালোবেসে স্বযতনে পরম আদরে তুলো ।
পুরনো ছিন্ন পাতার পরতে পরতে দেখো ,
লিখেছি বিরহ ব‍্যথা হৃদয়ে জড়িয়ে রেখো ।

--শ‍্যামল মন্ডল

Previous
Next Post »