শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শুকনো শাওন

শুকনো শাওন
************
শ‍্যামল মন্ডল
************
বরষা কোথা হারিয়ে গেছে
                    ফিরবে আবার কবে ,
গাঁয়ের চাষি তাকিয়ে আছে
                           বৃষ্টি কখন হবে ।
বৃষ্টি তো নাই শিশির ঝরে
                    আষাঢ় শাওন মাসে ,
নিপাত ক'রে মেঘের রাশি 
                       তপ্ত তপন হাসে।
চাষের ক্ষেতে চাতক পাখি
                ডাকছে কাতর স্বরে ,
ফসল গুলো শুকিয়ে গেল
                   কান্না চাষির ঘরে ।
পুকুর ডোবা ভরবে না আর
                  পদ্ম শালুক কাঁদে ,
জেলের কাঁধে উঠবে না জাল
            পড়বে না  মাছ ফাঁদে ।
কাদের দোষে কাঁদছে ওরা
            করলো ওদের ক্ষতি ,
কাদের দোষে সৃষ্টি ছাড়া
                  বন্ধ ঋতুর গতি ।

Previous
Next Post »