শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বঙ্গবন্ধু

বঙ্গ বন্ধু
*********
শ‍্যমল মন্ডল
পশ্চিমা এক ঘৃন‍্য শ্বাপদ
                            দস‍্যু পাঁকির দল ,
২৫শে মার্চ করলো আঘাত
                           ভাঙতে স্নায়ু বল ।
রাত আঁধারে রক্ত চোষা
                            পাকির হানাদার ,
সঙ্গ দিলো স্বার্থলোভী
                         ঘাতক রাজাকার ।
থামিয়ে ফাগুন জ্বালিয়ে আগুন
                       মাতলো খুনে তারা ,
কোটি বাঙালী এক নিমেষে
                             হ'লো ছন্ন-ছাড়া ।
পদ্মার জল হয় লালে-লাল
                       পড়লো লাখো-লাশ ,
শেখ মুজিবর দেয় ঘোষণা
                        করবো পাকি নাশ ।
মুষ্টি বদ্ধ কোটি বাঙালি
                           মুক্তিযোদ্ধা গ'ড়ে,
৯ মাসেই দেশ করলো স্বাধীন
                     টিক্কা বিনাশ ক'রে ।
দেশ-স্বধীনে বীর বাঙালীর 
                            আত্ম-বলিদান ,
সার্থক রুপ দান করেছেন
                            মুজিব রহমান ।
বঙ্গ জঠরে দীর্ঘ‍্য লড়াইয়ে
                           জন্ম বাংলাদেশ ,
আমার এ দেশ তোমার এদেশ                        
                         সর্বজাতির দেশ ।

Previous
Next Post »