শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

নকল গড়

নকল গড়
*********
শ‍্যামল মন্ডল
************
নকল গড়ের প্রজা আমি
                      করছি সুখে বাস ,
চশমা পরেও নকল দেখে
                    কাটছি দুরে পাশ ।
মদ খাবো না জল খাবো
                       ফুচকা নাকি চপ ,
সব পাওয়া যায় পয়সা দিলে
                       নয় কথা'টা ঢপ ।
হোক না মানা বেচাকেনা
                   কী হবে আর তাতে ,
পাঁচশ ছেড়ে হাজার টাকা
                   দাও না গুঁজে-হাতে ।
এমন কোন জায়গা যে নাই
                        এই জগতে হায় !
থাকলে মানা দ্বিগুন দিলে
                    সব'ই পাওয়া যায় ।
নকল মালও আসল দামে
                         রমরমিয়ে চলে ,
মুখ চিনে দেয় মুগের ডাল
                     সবাই যে তা বলে ।
একক স্বরে থামবে না তাই
                         উঠুক লক্ষ স্বর ,
হোক প্রতিবাদ সমস্বরে
                   ভাঙতে নকল গড় ।

Previous
Next Post »

1 $type={blogger}:

Click here for $type={blogger}
৮ জুলাই, ২০১৯ এ ১:৪৩ AM ×

সার্থকতায় পূর্ণতা কাম‍্য

Selamat Shyamal Mondal - Poet dapat PERTAMAX...! Silahkan antri di pom terdekat heheheh...
Balas
avatar
admin