শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বৃষ্টি ভেজা

বৃষ্টি ভেজা
**********
শ‍্যামল মন্ডল
************
বৃষ্টি ভেজা দৃষ্টিতে আজ
                  আবছা ঊষার আলো , 
হলুদ গাঁদা করলো চুরি
                 সাত সকালের কালো ।
মাটির সোঁদা গন্ধ ঢাকে
                         গন্ধরাজ ও বেলী ,
পাখপাখালী পাশের ক্ষেতে
                        করছে জলকেলি ।
ফুল বাগানে বকুল বধু
                         বাঁধছে সুরে তান ,
প্রজাপতি উড়ছে পাশে
                         করছে টিয়া গান ।
খেলছে খুকু উঠোন জুড়ে
                       আলতা রাঙা পায়ে ,
সকাল যেন চন্দ্রালোকে
                        রুপোর ছটা গায়ে ।
ব‍্যাঙের ডাকে পড়ছে সাড়া
                           বৃষ্টি হবে আজ ,
চলছে চাষি টোপর পড়ে
                   করতে ক্ষেতে কাজ ।
করলো হঠাৎ আকাশ গুরুম
                        ঝলকে উঠে মেঘ ,
বায়ুর টানে দুলছে পাতা
                      বাড়ছে গতিবেগ   ।
-শ‍্যামল মন্ডল

Previous
Next Post »