শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

আর কটা দিন

আর ক'টা দিন
*************
শ‍্যামল মন্ডল
************
২৯/০৬/২০১৯
**************
আশার আলোয় মন জ্বেলেছি ছুটি পেতে'ও পারি ,
আর ক'টা দিন সবুর করে ফিরতে পারি বাড়ি ।
দিনে-দিনে মাস ফু্রালো মাসের পরে সাল ,
খরার শেষে খবর এলো সামনে বর্ষাকাল ।
মেঘের ভেলায় মন হারালো নীল গগণে উড়ে ,
পাখ-পাখালি কূজন করে বর্ষারাণীর সুরে ,
হারিয়ে যাওয়া স্বপ্নগুলো আসছে ফিরে-ফিরে ,
ভগ্ন হৃদয় বিরহ জ্বালা কাটবে ধীরে-ধীরে ।
বছর শেষে'ও শূন‍্য ভাঁড়ার টিকিট কাটা দায় ,
যাচ্ছি যাবো বলে বলে'ই বছর কেটে যায় ।
আশায়-আশায় পথ চেয়ে রয় আত্ম-পরিজন ,
স্বপ্ন এবার সফল হবে আসছে শুভক্ষণ ।

Previous
Next Post »