শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

গরিবের চাকরি

গরিবের চাকরি
**************
শ‍্যামল মন্ডল
************
আঁধারের জোনাকী টিম-টিম বাতি ,
বাহারের ফুলকি জ্বলে সারা-রাতি।
বেকারের জীবন গড়া-গড়ি যায়,
বাপেদের ভাবনা করে হায়-হায়।
খবরের কাগজে করে খোঁজাখুঁজি ,
চাকরির সংবাদ পেয়ে যায় বুঝি ।
আবেদন পত্র করে চালা-চালি ,
বিফলে যায় সব নেই পদ খালি ।
সকলের চিন্তা নিজ-নিজ স্বার্থ ,
গরিবের স্বপ্ন হয়ে যায় ব‍্যর্থ ,
অভাবের তাড়না কুঁড়ে-কুঁড়ে খায় ,
মজুরের চাকরি অবশেষে পায় ।

Previous
Next Post »