শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

টাকা ওরে টাকা

টাকা ওরে টাকা
***************
শ‍্যামল মন্ডল
*************
টাকা ওরে টাকা যায় না তোরে রাখা ,
নিত‍্য বাজার ক'রে আয়ের ঘর'ই ফাঁকা ,
টাকা ওরে টাকা ধনীর ঘরে থাকা ,
সুখ'কে ভালোবেসে হচ্ছো আরো পাকা ।
গরিব গোলাম হয়ে চলছে বোঝা বয়ে ,
যতোই ভারি হোক কষ্ট যাবে সয়ে ।
টাকা ওরে টাকা থাকছো থোকা থোকা ,
ছোট্ট খোকা সেজে দিচ্ছ ওদের ধোঁকা ।
চাষায় করে চাষ ফসল বারো মাস ,
ওদের খিদেয় রেখে মেটাও ধনীর আশ ।
শ্রমিক বেচে শ্রম বাড়ছে মনে ভ্রম ,
নামছে কেন নীচে বাড়বে কবে ক্রম ।
টাকা ওরে টাকা ধনীর ঘরে'ই থাকা !
লক্ষ্মী ধনীর ঘরে লকার ভরে রাখা ।

Previous
Next Post »