শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

যাঁতাকল

যাঁতাকল
********
শ‍্যামল মন্ডল
************
রাজনীতির এই  যাঁতাকলে
           শিক্ষা ডোবে অতল জলে ,
বিবেকবানের নেই জমানা
          পড়ছে সব'ই কপোট্ তলে।
ঢক্কানিনাদ বাজছে যতো
           খুন-খারাপি বাড়ছে ততো ,
ছলচাতুরী কথার প‍্যাঁচে
         আম-জনতার বাড়ছে ক্ষত ।
চাকরি-হীনে নেতার দোরে
        কাজের খোঁজে বেড়ায় ঘুরে ,
তাদের পিঠে সওয়ার হয়ে
             মাথার ঘিলু খাচ্ছে খুঁড়ে ।
বঙ্গভূমির গড়ের মাঠে
             মত্ত সবাই ঘোড়ার রেসে ,
রাজনীতির'ই কড়াল গ্রাসে
              বিদ‍্যাসাগর ধূলায় মেশে ।
বাক‍্যবানের ফুলের ঝুড়ি
       ভোট বাজারে জমছে ভালো ,
কালো বাজারি বন্ধ তবু
         টাকার রঙও হচ্ছে কালো  ।

Previous
Next Post »