শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বাবা

বাবা
*****
শ‍্যামল মন্ডল
***********
সাত সকালে বাবা যখন
                  কাজের খোঁজে যায় ,
আমায় ডেকে বলতো বাবা
                     একটু কাছে আয় ।
হাত বাড়িয়ে বুকের মাঝে
                       রাখতো কিছুক্ষণ ,
বাবার বুকের আদর পেয়ে
                      হারিয়ে যেত মন  ।
খেলার সময় চলবে খেলা
                   পড়ার বেলা পড়বে ,
লেখায় পড়ায় উচ্চ হ'লে
                 গাড়ি ঘোড়ায় চড়বে ।
মনের মতো বন্ধু পেলে
                 তাদের সাথে খেলবে ,
মনের মাঝে প্রশ্ন এলে
               মায়ের কাছে জানবে ।
এমনি করে বলতো বাবা
                সেই সে ছোট্ট বেলায় ,
সে সব ভুলে সারা'টা দিন
             কাটিয়ে দিতাম খেলায় ।
যখন যা চাই তখন তা পাই
                   করতো না তো মানা ,
কেমন করে আসতো সে সব
                   হয়নি সে তো জানা ।
এখন সব'ই বুঝতে পারি
                   গরিব বাবার ছেলে ,
বাবার সে ঋণ শোধ হবে না
               হাজার সুযোগ পেলে ।

Previous
Next Post »