শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

স্বপ্নের বৃষ্টি

স্বপ্নের বৃষ্টি
*******************
শ‍্যামল মন্ডল
************
টুপ-টুপা-টুপ গাছের পাতায়
                      পড়ছে টাপুর-টুপুর ,
পট-পটা-পট টিনের চালায়
                     পড়ছে সকাল দুপুর ।
কালো মেঘের গভীর ডাকে
                   কাঁপছে গাছের পাতা ,
তাল গাছের মাথার প'রে
                      ধরছে সবুজ ছাতা ।
বৃষ্টি কেমন ঝরছে যে আজ
                   সেই যে অঝোর-ধারা ,
গোয়াল ঘরের ছাগল গরু
                   ডাকছে পাগল-পারা ।
বাড়ির পাশে খন্দ-ডোবা
                        বৃষ্টি'তে যায় ভ'রে ,
ব‍্যাঙের দলে ডিম ছেড়েছে
                    ঘাঙর-ঘ‍্যাঙর ক'রে ।
পিঁপড়ে উঁইয়ে পাখনা মেলে
                      উড়ছে মরার তরে ,
শালিক টিয়া ভিজছে জলে
                     উঠছে কেঁচো ঘরে ।
গাঁয়ের চাষি চলছে মাঠে
                   বাঁধতে জমির আল ,
জেলের মুখে ফুটছে হাসি
                     ভরছে জলে খাল ।
ছোট্ট খুকি দাওয়ায় বসে
                     ভেজায় নরম হাত ,
রান্না ঘরে উঠছে ধোঁয়া
                   রাঁধতে গরম ভাত ।

      - শ‍্যামল মন্ডল

Previous
Next Post »