শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

সর্দি জ্বর

সর্দি জ্বর
********
শ‍্যামল মন্ডল
************
সর্দি কাশি জ্বর
                       চলছে ক'দিন ধ'রে ,
সারবে কি তা আজ !
                   জানবো কেমন ক'রে !
নাকের বড়ো দোষ
                    ফ‍্যাঁচর -ফ‍্যাঁচর করে ,
কাশতে গেলে গলা
                    ঘ‍্যাঙর-ঘ‍্যাঙর করে ।
আঁঠার মত কি সব
                     নোনতা চাটের স্বাদ ,
ঝাড়লে লাগে গাঁ'য়ে
                    যায় না কোথাও বাদ ।
খেলেও ওসুধ পাতি
                    তিন দিনে'ই তা সারে ,
আজকে হোল তিন
                      সেরেও যেতে পারে ।
নইলে ধৈর্য ধরে
                     থাকবো দিনেক সাত ,
লিখবো সুস্থ হয়ে
                     জাগবো অনেক রাত ।

Previous
Next Post »