শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

সাইক্লোন বায়ু

সাইক্লোন বায়ু
********
শ‍্যামল মন্ডল
************
১২.০৬.২০১৯
*************
টাপুর টুপুর বৃষ্টি এলো
                সকাল হ'লো শুরু ,
রুদ্র আকাশ কালো মেঘে
                     শব্দ গুরু গুরু ।
ঊষার আলো হারিয়ে গেল
                  আসবে বুঝি ঝড় ,
উড়িয়ে নেবে খড়ের চালা
                  ভাঙবে টালি ঘর ।
মাটির ঘরও ভাঙবে কতো
                দিনের বেলা রাত ,
নোঙর করা নাও হারাবে
            জেলের মাথায় হাত ।
ফনীর কথা পড়ছে মনে
                    সাগর তটে পুরী ,
যা ছিল সব উড়িয়ে ছিল
              একটা ঝোড়ো তুরি ।
ঝড়ের গতি আসছে তেড়ে
                 একশ পঁচিশ বেগে ,
ঝড়ের ভয়ে পালাই কোথায়
            তাই তো আছি জেগে।
কাগজ টিভি খবর শুনে
                    ভয় ধরেছে মনে ,
কেমন ঝড়ে পড়তে হবে
               কি হবে কোন ক্ষণে ।
ফনীর পরে বায়ুর দাপট
                  হোক সাগরে লীন ,
গরিব দুখী থাকুক ভালো
                   কাটুক সুখে দিন ।
   -শ‍্যামল মন্ডল

Previous
Next Post »