শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ঘামের দাম

ঘামের দাম
**********
শ‍্যিমল মন্ডল
************
বৃষ্টি পরে টাপুর টুপুর
                     জমছে মাথার চুলে , 
ঘামের জলে হাপুস হুপুস
                        যাচ্ছে গরম ভুলে ।
রোদের তাপে ছাতার হাতল
                         ধরছে মুঠো ক'রে ,
পচিম হাওয়া মারছে ঝাপট
                      শুকনো ধুলো ওড়ে ।
গাঁয়ের পাশে কাটছে ফসল
                      টোপর মাথায় দিয়ে ,
চলছে চাষি কাঁধের বাঁকে
                      ধানের বোঝা নিয়ে ।
উঠোন ভরে ধানের মাড়াই
                       করছে কোন চাষি ,
বেচতে হাটে কেউ চলেছে
                       ভরছে ম'নে হাসি ।
অফিস বাবু লোকাল ট্রেনে'ই
                       হচ্ছে ঘামে'ই চান ,
পুড়ছে রোদে পথ-ভিখারী
                      করছে ব'সে গান ।

Previous
Next Post »