শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

হাবা-গোবা

হাবা-গোবা
*****************
শ‍্যামল মন্ডল
************
বাবা মায়ের যদি দুইটি ছেলে
                          নাম যে হাবাগোবা ,
একটা পাড়ায় দাঁপিয়ে বেড়ায়
                        একটা থাকে বোবা ।
একটা চলে বউয়ের কথায়
                         একটা পড়ে ফাঁদে ,
একটা থাকে মুখ লুকিয়ে
                        একটা ব'সে কাঁদে ।
হাবার বউয়ের নেই তুলনা
                         অনেক বুদ্ধি রাখে ,
গোবার বউয়ের ধরতে ত্রুটি
                       ঘাপটি মেরে থাকে ।
হাবার বউয়ে সাজায় গুটি
                    গোবার বউয়ের জন‍্য ,
কারন'টা যে খুব'ই সোজা
                        স্বভাব যে তার বন‍্য ।
ফিস-ফিসানি না-পসন্দ তার
                           মুখের উপর বলে ,
মিথ‍্যা কথার ধার-ধারে না
                         নিজের মতো চলে ।
হাবার বউয়ের ফুসুর-ফাসুর
                         পরশীরা যায় শুনে ,
আত্মসাতের সার্থকের জাল
                         গোপনে যায় বুনে ।
বয়স বেড়ে বাবা মায়ের
                      বাড়ছে মনের ঠেলা ,
কোনটা রাখে কোনটা ছাড়ে
                    যায়না তাদের ফেলা ।
কান-ভাঙানির নানান কথা
                   আসছে তাদের কানে ,
হাবার বউটি ননীর পুতুল
                    সেই কথা'টাও জানে ।
গোবার জন‍্য বাবা-মায়ের
                               কষ্ট খুব'ই হয় ,
বউ তাড়ানোর বিধান দিয়ে
                          মুখ ফিরিয়ে রয় ।
হাবায় থাকে পরম সূখে
                      গোবায় ছাড়ে বাড়ি ,
থাকলো পরে মায়ের জন‍্য
                গোবার বউয়ের হাঁড়ি ।

       -শ‍্যামল মন্ডল

Previous
Next Post »