শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ধান পেকেছে মাঠে

ধান পেকেছে ক্ষেতে
******************
শ‍্যামল মন্ডল
************
৩০/০৪/২০১৯
**************
ভরবে গোলা নতুন ধানে চলছে শোরগোল,
পাখির খুশি খাবার পেয়ে গাইছে হরিবোল ।
মাঠের দিকে চাষির দলে চলছে তাড়াতাড়ি ,
আম-কাঠালে নতুন ধানে জমবে সারা-বাড়ি ।
কাস্তে দিয়ে ধানের ক্ষেতে কাটছে চাষি-গণ ,
চলছে তাড়া আসছে ঝেপে মুষল বরিষন ।
বুকের মাঝে ভয় ধরেছে কাঁপছে থর-থর ,
হঠাৎ কখন আসবে ছুটে উথাল বায়ু-ঝড়।
কাটতে কারো অল্প বাকি কেউ বা ফসল কাটে ,
ঝড় জলে'তে কারো ফসল উঠবে কারো লাটে ।
ধানের শিষে বোঝাই আঁটি চলছে কাঁধের বাঁকে ,
গরুর গাড়ি চলছে মাঠে বসছে চাকা পাঁকে ।
চাষির লড়াই এমনি করে চলবে বছর-ভর ,
জাত-বিজাতে ধার-ধারেনা কেউ কারো নয় পর ।

Previous
Next Post »