শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : চাষি

চাষি
*****
শ‍্যামল মন্ডল
************
০৪/০৪/২০১৯
**************
ঝড় হয়েছে শিল পড়েছে
পাকা ধানে মই দিয়েছে
চাষির মাথায় হাত ,
ফসল মাঠেই মারা গেল
আশার আলো নিভে গেল
হঠাৎ বজ্রপাত ।
হবে কী যে ভাবছে বসে
বোড়ো ধানও পরছে খসে
বাড়লো দেনার দায় ,
তাঁদের দশা কপাল পোড়া
বুকের ব‍্যথা বিষের ফোঁড়া
সহ‍্য করেই যায় ।
বছর শুরু শিলের দ্বারা
কাটবে কিসে ওদের ফাঁড়া
তবুও দুখের হাসি ,
বন‍্যা খরা ঝড় বাদলে
এমনি করেই জীবন চলে
এরাই হোল চাষি ।

Previous
Next Post »