শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : একটি শিশির বিন্দু

একটি শিশির বিন্দু
*****************
শ‍্যামল মন্ডল
*************
একটি শিশির বিন্দু যখন
                    পড়লো আকাশ হ'তে ,
পড়লো না সে মাটির প'রে
                 ভাসলো ভাষার স্রোতে ।
স্বপ্ন দেখা করলো শুরু
                     চললো উজান বেয়ে ,
বাংলা ভাষায় করতে আঘাত
                        হিন্দি আসে ধেয়ে ।
শিশির বিন্দু জমাট বেঁধে
                          বরফ হ'লো যখন ,
রাজার কানে পৌছে গেল
                      আঘাত আসে কখন !
কঠিন বরফ পাথর সম
                        আঘাত যদি আসে ,
হিন্দি রাজায় রাখলো প্রজায়
                        নানান চতুর ভাষে ।
বিন্দুটি যে বাংলা প্রতীক      
                       রাজকুমার সরকার ,
করছে লড়াই এক দাবীতে
             " বাংলা পড়ার অধিকার "...

Previous
Next Post »