শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : সুখের দেখা

সুখের দেখা
👉👉👉👉
শ‍্যামল মন্ডল
👉👉👉👉
পেলো না যে সুখের দেখা
                      কেমন সে-সুখ হায় ,
সারা জীবন বয়ে গেল
                          বিনা বৈঠার নায় ।
শক্ত করে বেঁধে রাখা
                        মনের যতো ব‍্যাথা  ,
পোড়া মাটির উপরে আজ
                    লিখছে  সে-সব কথা ।
দীনের শিশু দিনের শেষে
                        পেটের খিদে নিয়ে ,
থাকতো শুয়ে মায়ের কাছে
                        আঁচল চাপা দিয়ে ।
জমির ফসল পুষ্ট হলে
                   ভাসতো বানের জলে ,
নয়তো আবার শুকিয়ে যেতো
                        প্রখর খরার ফলে ।
স্কুলে সে থাকতো হাজির
                    আধপেটা ভাত খেয়ে ,
পরিক্ষা সে ভালোই দিতো
                  বুঝতো রেজাল্ট পেয়ে ।
ভাবতো সবাই পড়ার শেষে
                        চাকরি খুঁজে পাবে ,
দীনের ঘরে জ্বলবে আলো
                        আঁধার ঘুচে যাবে ।
মরা গাঙে জোয়ার-ভাঁটার
                              স্বপ্ন মরীচিকা ,
স্বপ্ন ভাঙা জীবন নদীর
                           পড়ছে যবনিকা ।

©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »