শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বাংলা -নববর্ষ

নববর্ষ
******
শ‍্যামল মন্ডল
************
ঘুম ঘুম নিঝুম  স্বপ্নের বারতা আসছে ,
নিশিথের দরিয়ায় মন আজ কেন যে ভেসে যায় ।
গহীন আঁধারে রিপুদের আঙিনা উড়ে যায় বলাকায় ।
ঘুম ঘুম আসছে চোখে নিঝুম রাত্রে
পিয়া পিয়া মন তাই তোমাতে আমাতে দোহাকার মিলনের স্বপ্ন জাগছে ,
বুক বাঁধা পাষাণে জাগরণে রাত্রি কাটছে ,
পেঁচা গুলো কেন যে বনময় চঞ্চল ঝাপটায় ডালে ডালে মাঝে মাঝে হাঁকছে , বেদনায় একাকি স্ব‍রভাঙ্গা সুর তার বাতাসে ভাসছে ।
ঝুম ঝুম বৃষ্টি বজ্রের আঘাতে রাত্রির অহমিকা ভাঙছে।
বছরের শেষ রাত  ছন্দের বিয়োগে অনুতাপ দীনতায় ঘুম ঘুম আসছে , বৈশাখের আগমনে কিশলয় নব-সাজে সাজছে , ক্ষীণতা দীনতা দুর হোক আগামীতে ,ভালোবাসা শুভ আশা ফুল হয়ে ভরে যাক হৃদয়ে ....
  © শ‍্যামল মন্ডল

Previous
Next Post »