শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কোন শিশুটি সুখী

কোন শিশুটি সুখী
🏃🏃🚶🚶🏃🏃
শ‍্যামল মন্ডল👭
🚶🚶🚶🚶🚶
একটি শিশু আয়ার কাছে
                          থাকছে সারাবেলা ,
একটি শিশু মায়ের কোলে
                         করছে বসে খেলা ।
একটি শিশুর মস্ত বাড়ি
                         বাড়ছে দুধে-ভাতে  ,
একটি শিশুর খিদের জ্বালা
                      নাই যে খাবার পাতে ।
একটি শিশু বই বগলে
                              স্কুলে যায় চলে ,
একটি শিশু আস্তাকুড়ের
                     ছেঁড়া কাগজ তোলে ।
একটি শিশুর খিদে পেলে
                        দুধের বোতল পায় ,
একটি শিশু পেট ভরাতে             
                       মায়ের কোলে যায় ।
একটি শিশু একটি ঘরে
                     ঘুমোয় সোনার খাটে ,
একটি শিশু কুঁড়ে ঘরে
                     ঘুমোয় মায়ের সাথে ।
বলতে পারো মা-বোনেরা
                         কোন শিশুটি দুখী ?
কোন শিশুটি ধনের মালিক
                       কোন শিশুটি সুখী ??

Previous
Next Post »