শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ছড়া : কানু

কানু
******
শ‍্যামল মন্ডল
💔💔💔💔
কানুর কান খোলা
থাকে আপন ভোলা
যা বলে তাই শোনে
থাকে ঘরের কোণে,
বাড়ির বড়ো খোকা
তাই হোল সে বোকা ।
হোক-না যতো ভার ,
সব বোঝা যে তার ,
ভাই-বোনেরা সব
করলে কলরব ।
চুপটি করে থাকে ,
বলবে পরে মাকে ।
তাঁদের পড়ার জন‍্য
নিজেই যোগায় অন্ন ,
খাটছে কানু মাঠে
উঠলো পড়া লাটে
বাড়ির ছেলে-মেয়ে
চাকরি কোথাও পেয়ে
ধরবে সবার হাল
এমনি কাটে কাল ,
পড়লো যারা বই
চড়লো তারা মই
চাকরি পেলো ভাই
ছাড়লো বাড়ি তাই
ভাবছে কানু ব'সে
পড়লো তারা খসে ।

Previous
Next Post »