শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বৈশাখ

বৈশাখ
******
শ‍্যামল মন্ডল
*************
এই বোশেখের রোদের তাপে
যাক পুড়ে সব ভূলের বোঝা ।
নতুন করে বছর শুরু
এই মাসে তা খুবই সোজা ।
ভয়ের কারণ একটা শুধু
কাল-বোশেখী ঝড়ের হাওয়া ,
ভগ্ন-কুটীর উড়িয়ে নেবে
করবে খালি খড়ের ছাওয়া ।
হোক না যতো'ই রুক্ষ মাটি
নতুন পাতা ভরছে গাছে ,
ফল-গুলো সব পাতার মাঝে
থোকায়-থোকায় লুকিয়ে আছে ।
উড়ছে পাখি ডাকছে তারা
কিচির মিচির বাঁধছে ছড়া ,
ডিম ফুটেছে পাখির বাসায়
ঠোঁট খোলাতে ব‍্যস্ত ওরা ।
এই মাসেতেই করবে শুরু
এক বছরের হিসাব-নিকাশ ,
ব‍্যবসা পতর চললে ভালো
তবেই হবে সবার বিকাশ ।

Previous
Next Post »