শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা: ভোট

ভোট
******
শ‍্যামল মন্ডল
************
৩১/০৩/২০১৯
*************
পাঁচ'টি বছর কাটলো কেমন ?    
                    ভাবছে সবাই ব'সে  ,
এবার ভোটে বিচার হবে
                     জবাব দেবে ক'সে ।
চলছে আবার ভোটের বাজার
                     চলছে ভাষণ-বাজী ,
ভোটের সময় ভোটার কাজী
               ভোট ফুরোলেই পাজি ।
ঘরে-ঘরে বাড়ছে বেকার
                     চাকরি হারা কতো ,
পণ‍্যের দাম লাগাম ছাড়া
               বাড়ছে নিজের মতো ।
দুটাকায় চাল আছে ব'লেই
                     বাঁচছে গরিব জন ,
এক"শ  দিনের কাজেও কিছু
                      আসছে ঘরে ধন ।
নইলে বোধহয় গরিব হঠাও
                    সফল হ'তো দেশে ,
থাকতো সবাই ধনীর দেশে
             থাকতো রাজার বেশে ।
©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »