শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বসন্ত হৃদয়

বসন্ত হৃদয়
**********
শ‍্যামল মন্ডল
************
৩০/০৩/২০৯
************
ফুল ঝরে আর ঝরে পাতা
                         ঝরে গাছের ছাল ,
নতুন ফুল আর নতুন পাতা
                       ফেরায় বনের হাল ।
রঙে-বেরঙে সাজছে  গ্রাম
                       সাজছে পাহাড় বন ,
রোদ ঝলমল আকাশে তাই
                         উড়ছে সবার মন ।
রঙের ছোঁয়া লাগলো মনে
                        বসন্তের এই মাসে ,
নদী-নালা শুকনো তবু
                 প্রেমের জোয়ার আসে ।
ক্ষেত-খামারে ধরছে ফাটল
                            শূন‍্য দুরের মাঠ ,
ফুলে  ফলে ভরছে তবু
                         দৈন‍্য বাজার হাট ।
ফাগুন আসে চোখ জুড়াতে
                           পেট ভরাতে নয় ,
পেটের খিদে পেটেই থেকে
                           হৃদয়  করে জয় ।
©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »