শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বাধ‍্য ছেলে

বাধ‍্য ছেলে
**********
শ‍্যামল মন্ডল
************
২৬/০৩/২০১৯
**************
আমি মায়ের ছোট্ট ছেলে
                    খেলতে যাওয়া  বারণ ,
লেখা পড়ায় সেরা হ'বার 
                        সেটাই নাকি কারণ।
বদ্ধ ঘরে সকাল রাতে
                     থাকছি বইয়ের সাথে ,
দিনের বেলায় টিফিন কালে
                    খেলতে যাওয়া মাঠে ।
টিটির মতো পিটির টিচার
                    খেলায় নিজের মতো ,
দিনের শেষে ঘুমের মাঝে
                      খেলছি আমি কতো ।
দিনে-দিনে বাড়ছি আমি
                       মায়ের মতো কোরে ,
আজো আমি পথ'যে চলি
                       মায়ের হাতটি ধ'রে ।
পড়ার শেষে চাকরি পেয়ে
                             হ'লাম বড় বাবু ,
তবুও আছি মায়ের কাছে
                     আগের মতোই গাবু ।
খোলা হাওয়ার জগৎটা'যে
                       দেখতে কেমন হায় ,
সুযোগ পেলেই মনের ডানা
                       উড়তে ভীষণ চায় ।
   ©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »