শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বসন্তে আজ

বসন্তে আজ
***********
শ‍্যামল মন্ডল
************
লাগলো হোলি রঙ বাহারে  
                           কৃষ্ণচূড়ার ডালে ,
শিমুল গাছে ফুল ফুটেছে
                       রঙ লেগেছে গালে ।
লাল পলাশে আবির মাখা
                      জ্বলছে আগুন বনে ,
খেলছে হোলি গ্রাম শহরে
                       চলছে ফাগুন মনে  ।
আকাশও তাই রঙ মেখেছে
                        রামধনু রঙ আঁকা ,
ফুলের গন্ধ বাতাসে তাই
                       যায় না ঘরে থাকা ।
বনের মাঝে পশুপাখি
                   সাজছে রঙিন সাজে ,
পরাগ রাঙা প্রজাপতি
                      মরছে মরম লাজে ।
বসন্তে আজ মন হারালো
                      উড়ছে ডানা মেলে ,
ডাকবে কোকিল কুহু কুহু
                       সঙ্গী খুঁজে পেলে ।।

                         © শ‍্যামল মন্ডল

Previous
Next Post »