শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বসন্তে কালবৈশাখী

বসন্তে কালবৈশাখী
******************
শ‍্যামল মন্ডল
*************
০৪/০৩/২০১৯
**************
বসন্তে আজ মেঘ জমেছে
                          আকাশ গুরু গুরু ,
কালবোশেখীর রুদ্র রূপে
                              প্রলয় হবে শুরু।
উড়িয়ে নেবে শুকনো পাতা
                          উড়বে ধুলো-বালি ,
ভাঙবে কুটীর খড়ের চালা
                       ভাঙবে ঘরের টালী ।
ঝড়ের দাপট দীনের ঘরে
                             ডাকবে সর্বনাশা ,
কাকের বাসার কোকিল ছানা
                         পড়বে ভেঙে বাসা ।
বিদ‍্যুতের ঐ ভাঙবে খুঁটি
                        ভাঙবে গাছের ডাল
তারস্বরে  ডাকছে ছাগল
                        ডাকছে গরুর পাল ।
আম বাগানে ঝরবে মুকুল
                           মুগ মসুরের চাষ ,
ভুট্টা ক্ষেতও পড়বে ধ্বসে
                      ভাঙবে গমের গাছ ।
গরিব চাষির খরিফ ফসল
                         মাঠেই মারা যাবে ,
দিন দুইয়েকের জন‍্য জি-আর
                         শুধুই তারা পাবে ।

Previous
Next Post »