শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : অঙ্গিকার

অঙ্গীকার
********
শ‍্যামল মন্ডল
************
২৪/০২/২০১৯
**************
সত‍্য পথে চলতে গিয়ে
                 লড়াই করে করবো জয় ,
যতোই বাধা আসুক পথে
            করবো না কেউ কোনো ভয়।
ন‍্যায়ের লড়াই করতে গেলে
            আসবে তা'তে অনেক বাধা ,
মিথ‍্যার উপর ভিত গুলোকে        
         ফেলবো ভেঙে করবো সাদা ।
নাকের প'রে চশমা ঢেকে
         অফিস গুলোয় মাছির মতো ,
কাজের বরাত পাইয়ে দিতে
             ঘুষ-খোরেরা ঘুরছে যতো ।
ন‍্যায়ের পথে চলবো সবাই
        তাদের দিকে দেখবো না কেউ ,
পাশ কাটিয়ে এগিয়ে যাবো
           ভাববো ওদের পথের ফেউ ।
নিজের বিবেক বিকিয়ে যারা
              পণের টাকায় করায় বিয়ে ,
বলবো তাদের ভিক্ষা করো
                  এই থালাটি সঙ্গে নিয়ে ।
জাত-বিজাতে হিংসা করা
                   জন্মগত যাদের স্বভাব ,
রাখবো দূরে সমাজ থেকে
      হোক-না নেতা হোক-না নবাব ।

Previous
Next Post »