শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ক‍্যানভাস

"ক‍্যানভাস"
*********
শ‍্যামল মন্ডল
************
ছেলে-বেলায় চোখের তাঁরায়
                      ঝিলিক দিয়ে যাওয়া ,
ফুল বাহারে বসন্তেরই
                         মন্দমধুর হাওয়া ।
আবীর রাঙা বসুন্ধরায়
                             নতুন সুর্য এসে ,
নানান পাখির কলতানে
                          হৃদয় যেত ভেসে ।
রঙ তুলিতে স্বপ্ন আঁকা
              থাকতো ছবির ক‍্যানভাসে ,
কবেই যে-তা হারিয়ে গেছে
                 পাইনি খবর পূর্বাভাসে  ।
শেষ বেলাতে মনটাকে আজ
               খুঁজছি পথের মাঝখানে ,
ব‍্যর্থ আশায় পথ যে হারাই ,
           পাইনা সে আজ কোনখানে।
প্রেম শুকিয়ে থাকলো প'রে
                    শুকলে ফুলের আঁটি ,
পড়ছে ঝরে এক-এক করে
                      জমছে তা'তে মাটি ।
যতই ভাবি আসবে সেদিন
                         ততোই সময় যায় ,
স্বপ্ন যে হয়  মরিচীকা
                          পিছন ফিরে চায় ।

Previous
Next Post »