শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বিদ‍্যা

বিদ‍্যা
*****
শ‍্যামল মন্ডল
*************
বিদ‍্যাংদেহী সরস্বতী
                          গরিব ঘরে নাই ,
বিদ‍্যা ভাণ্ডার নিতে হ'লে
                       অনেক টাকা চাই ।
একটু খানি নজর দিলেই ,
                 দেখতে পাওয়া যায় ।
টাকার জোরেই বিদ‍্যাংদেহী
                      ধনীর দুলাল পায় ।
জ্ঞানংদেহী তাঁদের কাছেই
                     টাকার সুতোয় বাঁধা ,
কালো টাকা দিন-দুপুরে
                           করেন ওরা সাদা ।
পয়সা বিনা পুস্তকশ্রী
                         পায় না বীণার তান ,
গরিব ঘরের ছেলে-মেয়ের
                         বই কেনাতেই টান ।
শিক্ষাধিকার সবার জন‍্য
                 তবুও আজ সেটাই পণ‍্য ,
পয়সা দিয়েই পয়সাওয়ালা
                       সমাজে'তে হন গণ‍্য ।
বিভূতি বিকাশে তোমার সকাশে   
                               করছি নিবেদন ,
শিক্ষার আলোকে আলোকিত করো   
                           গরিবের আয়তন ।

Previous
Next Post »