শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বসন্ত প্রভাত

বসন্ত প্রভাত
***********
শ‍্যামল মন্ডল
************
২৩/০৩/২০১৯
*************
কাটলো আবার রাতের আঁধার       
                        ফিরলো বুকে বল ,
সকাল বেলায় ঊষার আলো'য়
                           করছে ঝলমল ।
পাখপাখালির কলকাকলি
                     কোকিল ডাকে দুরে ,
শীতের দেশের পরিযায়ী যায়
                     নীল আকাশে উড়ে ।
কৃষ্ণচূড়ায় রঙ ঝরালো
                      প্রেম জড়ালো মনে ,
দখিণ হাওয়ায় মন-যে হারায়
                      শিমুল পলাশ বনে ।
জুঁই বেলী ও শিউলি ফুলে
                      ছড়ায় মধুর  সুবাস ,
কণক চাঁপা দোলন চাঁপা'য়
                    মন'যে হ'লো উদাস ।
চোখ জুড়ানো নয়নতারা
                      উঠোন ভরা আলো ,
বসন্তের এই প্রভাত এসে
                     ঘুচায় মনের কালো ।
©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »