শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ঘুরছে সবই

ঘুরছে সব-ই
**********
শ‍্যামল মন্ডল
*************
ঘুরছে সব-ই উড়ছে টাকা
ধরছে যারা তারাই পাকা ,
চোরের দলে উজাড় করে
বাদ বাকিরা খুঁজেই মরে ।
বুদ্ধিমানে বোধের খোঁজে
দেখলে আপদ চক্ষু বোজে,
চালাক  থাকে ঘাপটি মেরে
বোকায় ভোগে কপাল ফেরে ।
করলে পরেও হাড়-ভাঙ্গা শ্রম
বলবে সবাই মনের'ই ভ্রম ,
তেল লাগালে বস-এর পায়ে
আঁচড় বিহীন কুঁড়ের গায়ে ।
ঘুষ খোরে'তে ছিঁচকে চোরে
বেড়ায় ঘুরে চশমা প'ড়ে ,
চাকরি খোঁজে বেকার ছেলে
থাকলে টাকা হয়তো মেলে ।
লেখাপড়ায় জগৎ ধন‍্য
চাই'যে টাকা পড়ার জন‍্য ,
অমনি ক'রে জগৎ চলে
বিশ্ব ডুবে অথৈ জলে।।

Previous
Next Post »