শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ছেলের বিয়ে

ছেলের বিয়ে
************.
শ‍্যামল মন্ডল
*************
আজ বাড়িতে সানাই বাজে     
                          ছাদনাতলা সাজে ,
আত্মজনে ব‍্যস্ত আছে
                       বাড়ির নানা কাজে ।
ঢোলক বাজে কাঁসর বাজে
                        বাজে সানাই বাঁশী ,
ভাসছে সবাই খুশির ঢেউয়ে
                           সবার মুখে হাসি ।
ছেলের বিয়ে ব'লে কথা
                     হোক না খরচ যতো  ,
পণের টাকা সোনা-দানা
                       আসবে সময় মতো ।
ছেলের বাবা খুব'ই নামী
                   হোক না বেকার ছেলে ,
সুদ-আসলে উসুল হবে
                          মেয়ের বাবা এলে ।
হাট-বাজারে গোরু ছাগল
                          যতই দামের হোক ,
দরদামে'তে ছেলের বাবার
                       আসবে নগদ থোক।

Previous
Next Post »