শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

রবির কিরণ

রবির কিরণ
***********
শ‍্যামল মন্ডল
************
কলকাতার'ই জোড়াসাঁকোর
                           মস্ত ঠাকুরী বাড়ি ,
রবির কিরণ পড়ল ঘরে
                     ঝরলো ফুলের বারি ।
শাঁখের ধ্বনি উলুর ধ্বনি
                        সারদামনি'র কোল ,
বসন্ত রাগে উঠলো মেতে
                  লাগলো হাওয়ায় দোল ।
ধীরে ধীরে বাড়লো শিশু
                ভর্তি হলো পাঠশালাতে ,
ছক বাঁধা সেই লেখাপড়ায়
           পারলো না যে মন বসাতে ।
ছাড়তে হলো পাঠশালাকে
                       চললো ঘরে'ই পড়া ,
চাকর বাকর থাকলো ঘিরে
                      করলো শাসন কড়া ।
সবার ছোট চৌদ্দতম
                         ঠাকুর বাড়ির রবি  ,
আট বছরেই কাব‍্য লেখা
                          মত্ত আঁকায় ছবি ।
গদ‍্য পদ‍্য ছন্দ দিয়ে
                       ভরলো পাতা-পাতা ,
ধন‍্য হলো বিশ্ব- ভূমি
                           ধন‍্য ভারত-মাতা ।
বিশ্ব প্রেমে আকুল হয়ে
                         মন মাতালো গানে ,
সাজিয়ে দিলো কাব‍্য ডালি
                     জীবজগতের প্রাণে ।
     © শ‍্যামল মন্ডল

Previous
Next Post »